কুষ্টিয়া হরিপুরে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২০, ০৮:২৬ অপরাহ্ন   |   খুলনা



কুষ্টিয়া সদর উপজেলা ১ নং ইউনিয়ন হাটশ হরিপুর ৪ নং ওয়ার্ডে নতুন পাড়ার রাজুর ছেলে সাগর (২৩) এর সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মানিক ও রিজুল মোল্লা দুই পক্ষের সংঘর্ষে ৭ জন অাহত হয়েছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাবি নিয়ে প্রেমিকা সাহানাজ (১৮) প্রেমিকের খালুর বাড়িতে ভোর ৬ টায় উঠলে দুই পক্ষের কথা কাটা-কাঁটির হয়। এরই এক পর্যায়ে আজ সকাল ৭ টায় লাঠিশোঠা নিয়ে মারামারি শুরু হয় দুই পক্ষের। এতে মানিক(৪৮)অালতাফ (৫৫)দুলাল (৬২) ও রিজুল মোল্লা, ইজিবার( ৪৭) ইকবল(৫০) কারিবুল(২৩) মতিয়ার (২৩)সহ দুই পক্ষের ৭ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এক জনের অবস্থা অাশঙ্কাজনক বলে জানা যায়।

খুলনা এর আরও খবর: