নাটোরে গণপরিবহনে ভ্রাম্যমান আদালতের অভিযান।

নাটোরের বড়াইগ্রামে গাদাগাদি করে যাত্রী তুলছে গণপরিবহন এই শিরোনামে আজ আলোচিত বার্তা সজাগ নিউজ সহ বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন হলে প্রশাসনের টনক নড়ে। তারই ধারাবাহিকতায় দুপুরে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মাঝগাও ইউনিয়ন পরিষদের সামনে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার পারভেজ। এসময় অতিরিক্ত ভাড়া আদায়,স্বাস্থ্যবিধি না মানা সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইনে ১৫ টি যানবাহনের ৬২ হাজার ৫শ টাকা জড়িমানা করা হয়। এসময় বাস চালক,হেলপার,সুপারভাইজার সহ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।