মোরেলগঞ্জে জমির বিরোধে নারীসহ ৫ জনকে মারপিট।

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২০, ০৯:০৯ অপরাহ্ন   |   খুলনা


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গৃহিনীসহ ৫ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। রক্তাক্ত জখমী পলি বেগম(৪০), মহিদুল ইসলামসহ অপর আহত শহিদুল ইসলাম, তাজুল ইসলাম ও নাছিমা বেগমকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় জখমী পলি বেগম বাদি হয়ে প্রতিবেশী মামুন হাওলাদারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। 


অভিযোগে বলা হয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন ৭/৮ জনের একটি বাহিনী পরিকরিকল্পিতভাবে হামলা করে। হামলাকারিরা নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা এর আরও খবর: