মোরেলগঞ্জে জমির বিরোধে নারীসহ ৫ জনকে মারপিট।

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গৃহিনীসহ ৫ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। রক্তাক্ত জখমী পলি বেগম(৪০), মহিদুল ইসলামসহ অপর আহত শহিদুল ইসলাম, তাজুল ইসলাম ও নাছিমা বেগমকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় জখমী পলি বেগম বাদি হয়ে প্রতিবেশী মামুন হাওলাদারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন ৭/৮ জনের একটি বাহিনী পরিকরিকল্পিতভাবে হামলা করে। হামলাকারিরা নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।