কাকডাঙ্গা সীমান্তে গাঁজাসহ মটর সাইকেল আটক।

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২০, ০৩:২৪ পূর্বাহ্ন   |   খুলনা


মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ


সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা  সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১ টি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


আটককৃত ঐ মাদক ব্যবসায়ীর নাম সবুজ আলী (২৮)। সে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা কাহার পাড়া এলাকার সাফ্ফার আলীর ছেলে। 

সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা।


সাতক্ষীরা ৩৩ বিজিবি’র কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (০৭ আগস্ট ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নূরে আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার -বাকসা এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাঁজা। ১ টি হিরো সিডি ডিলাক্স মোটরসাইকেল সহ ঐ মাদক বহনকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী সবুজকে আটক করতে সক্ষম হয় বিজিবি ।


বিজিবি ‘র কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা এর আরও খবর: