বমমঙ্গমাতার জন্মদিনে মোরেলগঞ্জে সেলাইমেশিন বিতরণ।

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২০, ০৭:২০ অপরাহ্ন   |   খুলনা


মোরেলগঞ্জ প্রতিনিধি: 

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মি নী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শনিবার বেলা ১১টায় অফির্সাস ক্লাবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে।

 প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। 


“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমঙ্গীর হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি গনেশ পাল। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ নারীকে বিনামূল্যে ৬টি সেলাই মেশিন দেওয়া হয়।

খুলনা এর আরও খবর: