ঝিকরগাছার বাঁকড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২০, ০৮:৫৪ অপরাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।


১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের শাহাদাৎ বার্ষিকীতে, যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।


আরো উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শামীম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল হুদা রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা যুবলীগ নেতা জাফিরুল হক, ঝিকরগাছা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান রশীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, হাজিরবাগ ইউনিয়ন নেতা জাকির হোসেন, ও বাঁকড়া ইউনিয়নের সমাজসেবক বড় খোলসীর ইব্রাহিম হোসেন, বাবলু খাঁ, মোসলেম আলী, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত ইনচার্জ রিপন বালা, এসআই হিমানিষ বিশ্বাস, প্রমুখ।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ১১নং বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিছার আলী, সঞ্চালনাই ছিলেন,বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান মিন্টু।

খুলনা এর আরও খবর: