সাতক্ষীরা'র গয়ড়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৩।

মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে আজ (১৯ আগস্ট) দুপুর ২ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আনোয়ার হোসেনের স্ত্রী ছখিনা খাতুন (৩৫) ঘটনা সস্থে খুন হয়।
গুরুতর আহত হয় তার মেয়ে রাজিয়া খাতুন (১৮)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ছখিনা খাতুনের মেয়ে জামাই বাড়ীতে থাকায় তার ভাসুরের ছেলে ও তার মা মর্জিনা কে গালাগালিজ না করার জন্য অনুরোধ করেন, এসময় উভয় পক্ষের মধো কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মর্জিনা (৩৭) ও তার ছেলে জাহিদ হাসান (১৩) এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে ছখিনা খাতুনকে।
খবর পেয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মনীর উল গীয়াস ঘটনাস্থলে পৌছে তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে, জাহিদ হাসান (১৩)।
আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন কিলোমিটার দূর থেকে গ্রামপুলিশ তাদের উদ্ধার আটক করে পরিষদে আটক করে রাখে।
নিহত ছখিনার মেয়েকে গুরুতর আহত অবস্থায় কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মনীর উল গীয়াস জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।