ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক সহ আটক ২

খোন্দকার আব্দুল্লাহ বাশার। ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
২৩ আগস্ট রবিবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় নাগরিক সহ ২জন ৫৮ বিজিবির হাতে আটক।
বিজিবি সূত্রে প্রকাশ, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মাইলবাড়িয়া ঢাকাপাড়া মোড়ে ৫৮বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দলের হাতে নদীয়া জেলার চাকদা থানার শিকারপুর গ্রামের সুকচাদ বারই এর পুত্র আসুতোষ(২৩) ও পারাপারে সহায়তাকারী মানবপাচারকারী চক্রের সদস্য বাঘাডাঙ্গা গ্রামের জোহর সরদারের ছেলে নাসিম রেজা বাবু(২৮) কে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। যার নং-৩৪ । ২৪ আগস্ট সোমবার সকালে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।