গ্রামের৫৩জনকে আসামীকরেআদালতে অভিযোগ দাখিল, অভিযোগের তদন্তের দায়িত্ব ডিবিকে

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলাম:
খানজাহানআলী থানাধীন মশিয়ালী গ্রামের জাকারিয়া-জাফরিন ও মিল্টনবাহিনীর গুলিতে গ্রামেরনিরীহ ৩ গ্রামবাসীএবং ৮/১০জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার এক মাস চার দিন পরে ট্রিপল হত্যামামলার প্রধান আসামী মিল্টনের স্ত্রী শারমিনসুলতানা বাদী হয়ে অগ্নিসংযোগ করে এবং লুট পাট করে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগ এনে খুলনার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে ৫৩জনকে আসামী করেঅভিযোগ দায়ের করেছে(যারসিআরনং ৭০. খানজাহানআলী থানা, তাং ২০/৮/২০)। আদালত অভিযোগটি আমলেনিয়ে ডিবিপুলিশকে আগামী ৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরজন্য আদেশ দিয়েছেন। এদিকে নিরিহ গ্রামবাসীকে এবং হত্যা পরবর্তি আন্দোলন সংগ্রামকারীদের বিরুদ্ধে মামলা করায় এলাকায় নতুনকরে উত্তেজনা দেখা দিয়েছে। মশিয়ালীগ্রামবাসী ঘোষনা করেছে প্রতিবাদ সভা, মানববন্ধন সহ বিভিন্নকর্মসুচি।
মিল্টনের স্ত্রী শারমিনসুলতানার অভিযোগ সুত্রেজানা গেছে, মশিয়ালী গ্রামের মৃত বারিক শেখেরপুত্র মো. মুজিবর শেখ কে সিএন্ডবি’রএকটি বাসা হতে তিন রাউন্ড বন্দুকের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলিসহ পুলিশ গ্রেফতার করলে অভিযুক্ত আসামীরা তার স্বামী মিল্টন সহ মিল্টনের দুইভাই জাকারিয়া ও জাফরিন মুজিবর শেখকে গুলিসহ পুলিশকে ধরিয়ে দিয়েছে এমন কথা এলাকায় ছড়িয়ে দিয়ে গন্ডগোল সৃস্টি করে। অবৈধ জনতা দলবদ্ধ হয়ে অভিযুক্ত আসামীরা রাম দা, লোহার রড, তাদের নিকট থাকা বিভিন্ন অস্ত্র পাতি নিয়ে অতকৃতভাবে মিল্টনসহ তার ভাইদের উপরহামলা করে। উভয়পক্ষের মধ্যে প্রচন্ড মারামারির এক পর্যায়ে ঘটনাস্থলে একাধিক ব্যক্তির মৃত্যু ঘটে। মৃত্যুরঘটনার পর এক নং আসামী শহিদুল শেখ(৪৮) এর নেতৃত্বে অভিযুক্ত আসামীরা মিল্টনের বাড়ীতে প্রবেশ করে লুটপাট করে ঘরের মধ্যে থাকা আসবাপত্রে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দুই কোটি পনেরলক্ষ উনিশ হাজার সাতশত অষ্টাশী টাকার ক্ষতিসহ বিভিন্ন কাগজ পত্র পুড়ে যায়। এছাড়ার অভিযুক্তরা মিল্টনের দুইভাই জাকারিয়া ও জাফরিনসহ ১৪/১৫টিবাড়ীতে একই কায়দায় পুড়িয়ে দেয়।
মুখ্য মহানগরআদালত আগামীধায্য ৬/১০/২০২০ তারিখের মধ্যে ডিবিপুলিশকে তদন্তপ্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন।
এদিকে মলিয়ালীর আলোচিত ট্রিপল হত্যা মামলার প্রধানআসামী সহ অভিযুক্ত আসামীদের গ্রেফতারএবং অস্ত্র উদ্ধারের দাবীতে গ্রামবাসীর চলমান আন্দোলনের সামনের সারীর ব্যক্তিসহ গ্রামের নিরীহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করায় গ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টিহয়েছে। মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসুচি ঘোষনা করা হয়েছে। আগামী ২৭ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে নুতন কর্মসুচি ঘোষনা করা হতে পারে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এছাড়া ৪ সেপ্টেম্বর স্বরণসভা সহ বিভিন্ন কর্মসুচি রয়েছে।
উল্লেখ্য খানজাহানআলী থানাধীন মশিয়ালী গ্রামে জাকারিয়া-জাফরিন ও মিল্টন বাহিনী হামলায় গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনায় খানজাহানআলী থানায় মামলা হয়েছে (মামলা নং-১২, তাং ১৮/৭/২০)। নিহত সাইফুলের পিতা সাইদুলইসলাম বাদী হয়ে মামলায় খানজাহানআলী থানা আওয়ামীলীগের বহিষ্কৃত সহ-প্রচার সম্পাদক শেখ জাকারিয়া হোসেন জাকার, তার ভাই মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি শেখজাফরিন, অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী মিল্টনসহ ২২জনের নামউল্লেখএবং ১৫/১৬জন অজ্ঞাতনামা আসামীকরে মামলাকরে । ঘটনার এক মাস পর মামলার অন্যতম প্রধানআসামী মিল্টনের স্ত্রী শারমিনসুলতানা বাদী হয়ে আদালতে ৫৩জনকে আসামী করে অভিযোগ দাখিল করে। যার আগামী দিনধার্য হয়েছে ৬/১০/২০২০।