কালিয়ায় ট্রলি চাপায় মধুমতি ব্যাংকের সিকিউরিটি গার্ডের মৃত্যু।

কালিয়া(নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় মধুমতি ব্যাংকের সিকিউরিটি গার্ড ইনামুল ফকির (৪২)নামে এক ব্যাক্তির ট্রলি চাপায় মৃত্যু হয়েছে।
আজ(২৮ আগষ্ট) শুক্রবার সকালে কালিয়া থেকে বাইসাইকেল করে নিজ বাড়ি উপজেলার বাবুপুর গ্রামে যাওয়ার পথে উথলি নামক স্থানে বালু বোঝায় ট্রলি চাপা দিলে তিনি মারা যান।
মৃত ইমামুল ফকির বাবুপুর গ্রামের জমির ফকিরের ছেলে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান,ঘাতক ট্রলিটি উদ্ধার করা হয়েছে।ড্রাইভার পলাতক রয়েছে।