শোক সংবাদ-আমরাও ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি'র মৃত্যু বরণ।

সাথী তালুকদার নড়াইল সদর থানা প্রতিনিধি:
ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাই প্রণব মুখার্জি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলেন।
সোমবার ৩১আগস্ট ২০২০বর্ষে ৮৫ বছর বয়সে করোনা ও মস্তিস্কের অপারেশন জনিত কারণে মারা গেলেন "প্রণব মুখার্জি।
নড়াইল বাসির পক্ষ থেকে-তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহান স্বাধীনতা সংগ্রাম১৯৭১-এর রণাঙ্গনের দূরন্ত কিশোর, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী -সাথী তালুকদার।
মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা- গোপলকৃষ্ণ গোখলের বিখ্যাত উক্তি:
”What Bengal thinks today, India thinks tomorrow”- অর্থাৎ বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল। একারণেই আমাদের নড়াইলের জামাইকে নিয়ে আমরা গর্বিত। ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট সর্ম্পকিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
আজ ৩১ শে আগস্ট ২০২০ ইংরেজি বর্ষ ৮৫ বছর বয়সে করোনা ও মস্তিস্কের অপারেশন জনিত কারণে মারা গেলেন প্রণব মুখার্জি।
প্রণবকুমার মুখোপাধ্যায় নাম নিয়ে ১১ ডিসেম্বর ১৯৩৫ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতা কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী।
তিনি ১৯৬৯, ১৯৭৫, ১৯৮১, ১৯৯৩ ও ১৯৯৯ প্রায় ৫ দশক তিনি ভারতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেন। ১৯৮২-৮৪ তিনি প্রথমবারের মত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।১৯৯৭ সালে প্রণব মুখার্জি ভারতের শ্রেষ্ঠ সাংসদের পুরস্কার লাভ করেন ২০০৬ সালে তিনি ভারতের বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
এরপর তিনি২৫ জুলাই ২০১২ সালে ৭১% সাংসদের ভোটে আনুষ্ঠানিকভাবে প্রথম বাঙালি হিসেবে ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জী শপথ নেন।
তিনি ২০১৩ সালের ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট অব ’ল’ ডিগ্রি প্রদান করে। ২৫ জানুয়ারি ২০১৯ ভারতের সর্বোচ্চ সম্মানিত রাষ্ট্রীয় পুরস্কার ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন।
তিনি ভারতের ১৩তম প্রেসিডেন্ট এবং ১ম বাঙালি প্রেসিডেন্ট।