নড়াইলের লোহাগড়ায় ইন্ডিয়া থেকে অবৈধপথে আনা ১১৭পিচ শাড়ি প্রাইভেটকার সহ জড়িত আটক-৩

সাথী তালুকদারঃ
নড়াইলের লোহাগড়া বাজার থেকে প্রাইভেট কার ভর্তি ইন্ডিয়া থেকে অবৈধ পথে আনা ১১৭ পিচ শাড়ি উদ্ধার। জড়িত থাকায় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার ৩১আগষ্ট রাত ১২টার দিকে নড়াইল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লোহগড়া বাজার এলাকা থেকে ১১৭পিছ ইন্ডিয়ান শাড়ি উদ্ধার করে। শাড়িগুলি একটি প্রাইভেটকার থেকে উদ্ধার ও প্রাইভেটকারসহ ৩জনকে এ সময় আটক করা হয়। ডিবি পুলিশের একদল তরুণ চৌকস দলের নেতৃত্বে ছিলেন এস আই মিল্টন কুমার দেবদাস। অন্যানরা হলেন- এ এস আই ওবায়েদ, এ এস আই জাহিদ সহ আরো অনেকেই।
আটক ব্যাক্তিরা হলেন ১। মোঃ বসিরুল হক (৩৮) পিং- মৃত: নুরুল হকথানা দেবিদ্বার জেলা কুমিল্লা ২। সৈয়দ আবু জাহিদ(৪০) পিং- মৃত: সৈয়দ আবু জাফর সাং- দিঘির পাড় থানা- বোয়ালমারি জেলা- ফরিদপুর
৩। মামুনুর রহমান(৩২) পিং- মোঃ আলাউদ্দিন
সাং- বড় আঁচড়া থানা- বেনাপোল জেলা- যশোর। এব্যাপারে লোহগড়া থানায় মামলা দায়ের হয়েছে।