কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলা শাখা, জেলা প্রশাসকের মাধ্যমে পাট ও বস্ত্র মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান।

জিয়াউল ইসলাম ব্যুরো প্রধান খুলনাঃ
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলা শাখা পাটের সর্বনিন্ম মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ, কাঁচাপাট রপ্তানী বন্ধ এবং রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে বেসরকারিকরণের সিন্ধান্ত বাতিলের দাবিতে গতকাল খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেছে।
জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাসসের স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয়েছে বাংলাদেশে ২০১৭ সালে প্রণীত জুট অ্যাক্ট এবং পরে প্রস্তুতকৃত পাট নীতিতে পাটের সর্বনিন্ম মূল্য নির্ধারণের কথা বলা আছে কিন্তু এর বাস্তবায়ন নাই। তদপরি বিভিন্ন স্থানে বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে মাঠে দাড়ান পাট। এ করোনা কালে আর্থিক সংকটে কৃষক যাতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ না হয় তার বিধান ও পাটের ন্যার্য্যমূল্য প্রাপ্তি নিশ্চত করা দরকার। একই সাথে পাট্ সহ কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রয়াত্ব করার দাবী জানান। বর্তমানে পাট সংকট দেখা দিয়েছে। মালিক পক্ষ বলছে দিনের পর দিন পাটের দাম অসাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মিলটি চালানো কোন ভাবে সম্ভাব নয় । ফলে যে কোন মুহুর্তে মিলটি বন্ধ হয়ে যেতে পারে। মিলের বর্তমান পরিস্থিতিতে মিলটি বন্ধ হয়েগেলে শ্রমিক-কর্মচারীদের বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া আর কোন পথ থাকবেনা। তিনি বলেন সরকার কাাঁচা পাট বিদেশে রপ্তানী বন্ধ না করলে দেশের ক্ষদ্র, মাঝারী ব্যক্তিমালিকানা শিল্প গুলো বন্ধ হয়ে যাবে। বর্তমান সংকটে দেশের সকল মিলটি চালু রাখতে অবিলম্বে কাঁচাপাট রপ্তানী বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ মিলের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান। স্বারকলিপিতে বলা হয় প্রয়োজনীয় কাচামাল পাট না দেওয়ার দায়িত্ব শ্রমিকের নয়। সঙ্গত কারণেই রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে দায়িদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রাদন পূর্বক পাটকল গুলোকে আধুনিকায়ন করে শ্রমিক-কৃষক তথা জাতীয় স্বার্থ প্রধান্য দেওয়ার দাবী জানান।