ঝিনাইদহ পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ।

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার। ঝিনাইদহ জেলা প্রতিনিধি। 

ঝিনাইদহ পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা পুলিশ এর আয়োজনে এ সময় পুলিশ লাইন্সের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ,ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম,  সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমদাদুল হক সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা এর আরও খবর: