বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মারুফ হোসেন,বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, বুড়িচং থানার পুলিশ সহ অন্যান্য কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালতে তিনজন সিএনজি চালক ও তিন দোকানদারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন বুড়িচং উপজেলার সিএনজি গুলো নির্ধারিত ভাড়ার বাহিরে অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে আদায় করায় ৩ জন সিএনজি চালককে ২০০০ টাকা জরিমানা করা হয়।
বুড়িচং বাজারের জুতার দোকানগুলোতে দাম বেশি রাখায় দুই দোকানী কে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং বুড়িচং উপজেলার মিয়ার বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কোমলপানীয় বিক্রয় করায় এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়। তিনি বলেন এ ধরনের অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।