গোপালগঞ্জ মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আশরাফুল আলম শিমুল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত

 প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


কাজী ওহিদ-

মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আশরাফুল আলম শিমুল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি জগ প্রতিকে ৬ হাজার ১ শত ৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাজ্জাদ মহাসিন খিপু মিয়া মোবাইল প্রতিকে ৪ হাজার ৫ শত ৩৩ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজ্জাদ করিম মন্টু চামচ প্রতিকে-১ হাজার ৪ শত ৪৯ ভোট,স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল আহম্মেদ বিদ্যুৎ- নারকেল গাছ প্রতিকে- ১ হাজার ৩ শত ২৩ ভোট এবং বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এ্যাডঃ মোঃ আতিকুর রহমান মিয়া নৌকা প্রতিকে-৬শত ৪  ভোট পেয়েছেন।

সাধারন কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মোঃ কাজল শেখ, ২নং ওয়ার্ডে পুনরায় মোঃ আমির হোসেন,৩নং ওয়ার্ডে পুনরায় নিয়ামত খান, ৪নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন, ৫ নং ওয়ার্ডে ,মোঃ জাকির হোসেন,৬নং ওয়ার্ডে জাহিদ হোসেন মোল্লা,৭ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনু, ৮ নং ওয়ার্ডে পুনরায় মোঃ খবির উদ্দীন ও ৯ নং ওয়ার্ডে পুনরায় নুর আসাদ মৃধা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ ওয়ার্ডে রিতা রহমান, ৪,৫,৬ ওয়ার্ডে তাছলিমা ইয়াসমিন লাইজু ও ৭,৮,৯ ওয়ার্ডে মুক্তা বেগম নির্বাচিত হয়েছেন। 

১৫ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৬ শত ২৭ জন। এর মধ্যে -১৪ হাজার ১ শত ১ জন ভোট প্রদান করেন। ৩৮টি ভোট নষ্ট হয়েছে।

মুকসুদপুর এর আরও খবর: