মুরাদকে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:০৬ পূর্বাহ্ন   |   জাতীয়



স্টাফ রিপোর্টার 

আউয়াল ফকির


তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকালের মধ্যে তাঁকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।


প্রতিমন্ত্রী মুরাদ ছাত্রদল করতেন, দাবি মির্জা ফখরুলের।  

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মুরাদ হাসানের বক্তব্য–সংবলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর ওই বক্তব্যের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবিও উঠেছিল।

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে সরকারের অবস্থান কী, জানতে চান ফখরুল??

এরমধ্যে আজ সোমবার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা । 

জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কল রেকর্ডিং ভাইরাল হয় তাতে তার বিপরীতে মাহিয়া মাহির সাথে একটি ফোনালাপ রেকর্ডিং ফাস হয়। এতে দেখা যায় মুরাদের অশ্লীল ভাষা ব্যবহার করে ও কুরুচিপূর্ণ কথা বলে, তাতেই খেপেছে মাননীয় প্রধানমন্ত্রী।

জাতীয় এর আরও খবর: