বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যােগে বর্ডার হাটে'র ভিত্তি প্রস্তর স্থাপন

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ০১:১৭ পূর্বাহ্ন   |   জাতীয়




জায়েদ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নোম্যান্স ল্যান্ডে ২ একর ভুমিতে কুরমাঘাট-কমলপুর বর্ডার হাটের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।


৩ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ (বৃহস্পতিবার) দুপুর ০২ ঘটিকার সময় উক্ত ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এম.পি।

উপস্থিত ছিলেন কমলগঞ্জ- শ্রীমঙ্গল (মৌলভীবাজার ৪) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি, ভারতের হাইকমিশনার মিঃ বিক্রম দ্বৌরায় সামি, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুল রহমান,কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক। 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং দুই দেশের ভিবিন্ন পেশাজীবি মানুষ প্রমুক।

উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কে ধন্যবাদ জানান এবং দু দেশের মেলবন্ধনের মাধ্যমে দেশের অর্থ নৈতিক অবস্থার উন্নতি হবে বলে আশা করেন।

এদিকে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, বর্ডার হাটে দু দেশের মানুষেরা সমঅধিকার পাবে বলেও আশ্বাস দেন।

জাতীয় এর আরও খবর: