"টিপে সরব, হিজাবে নীরব" - কোথায় আমাদের অসাম্প্রদায়িকতা...?

বাংলাদেশ সংবিধান প্রণেতাদের
অনেক পরিশ্রমে তৈরীকৃত পবিত্র সংবিধানে উল্লেখ আছেঃ
"বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র"
তথ্যটি কি আজকের একবিংশ শতাব্দীর পরে এসে আমরা
প্রমান করতে পারছি..?
প্রশ্নটা সচেতন বিবেকের কাছে রইলো...
যেখানে রংপুরের পীরগাছার বেদে পল্লীতে মুসলিমদের
আগুন ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সারাদেশে প্রতিবাদের ঝড়
উঠলো,কেঁপে উঠলো গোটা দেশ,কনস্টেবল নাজমুলের টিপকান্ডে টিপ পরলো সংস্কৃতি
অঙ্গন.. কেঁপে উঠলো সংসদ প্রাঙ্গণ...
অথচ,
নওগাঁর মহাদেব পুরের দাউল
বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে
শিক্ষিকা আমোদিনী পাল স্কুলে হিজাব পরিধান করার অপরাধে
বিশ বিশজন ছাত্রীকে বেদম
প্রহার করেছেন....
এখন কোথায় নারীবাদী রা.?
কই টিপ পরিহীতা সেই সব
অভিনেতাদের তো হিজাব পরে ছবি দিতে দেখিনি...
হিজাব নিয়ে সংসদে কোন নারী নেত্রীকে বক্তব্য দিতে তো দেখিনি...!!!
শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের কোন
কার্যক্রম তো চোখে পড়েনি...
তাহলে আমাদের পবিত্র সংবিধানে উল্লেখিত অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা
কি করে হলাম..?
এভাবে চলতে থাকলে ধ্বংস
হয়ে যাবে দীর্ঘদিন যাবৎ
চলতে থাকা হিন্দু মুসলিমদের
অসাম্প্রদায়িকতার পবিত্র বন্ধন।
আসুন প্রত্যেকে নিজের জায়গা
থেকে দায়িত্ব পালন করতে
শিখি, অন্যকে শিখাই..
তাহলেই সুন্দরতম হবে এই ধরাধমে আমাদের বেঁচে থাকা,
নিশ্চিত হবে শিশুর ভবিষ্যৎ ।
কলাম লেখকঃ
মোঃ রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
আলোচিত বার্তা