জাতির জনকের সমাধিতে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা।

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০২:০২ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 বাংলাদেশ ছাত্রলীগ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের ৪ জানুয়ারি ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।



 

ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলন, সাতান্নর শিক্ষক ধর্মঘট, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।



 

স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের সংগ্রামী ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য। সেই অগ্রগতি ধরে বিভিন্ন ধরনের সরকারের উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।


সেই অগ্রগতি ধরে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ হিসেবে কাজ করে যাচ্ছে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ।



 

আজ (১৭ অক্টোবর) শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠন। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম শেখের নেতৃত্বে সকাল ১১ ঘটিকায় ছাত্রলীগের কার্যলয় থেকে ৫০ টি গাড়িবহর নিয়ে জাতির জনকের সমাধি উদ্দেশ্য রওনা হয়।



 

জাতির জনকের সমাধিতে পুষ্পস্তাবক অর্পন শেষে দেশ ও জাতির জন্য  করা হয়।  শেষে উপজেলা ছাত্রলীগের সকল সহযোগী সংগঠন মিলে শপথ করা হয়।

জাতীয় এর আরও খবর: