বড়াইগ্রামে মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়নের নির্বাচনী মতবিনিময় সভা।

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন   |   জাতীয়


নাটোরের বড়াইগ্রাম পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাজেদুল বারী নয়নের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গোয়ালফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় নেতাকর্মীদের সমর্থন ও ভোটারদের দোয়া চেয়ে বক্তব্য রাখেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাজেদুল বারী নয়ন। পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুরমত শেখ এর সভাপতিত্বে মদ বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বারেক,  পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রবিউল করিম , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার ও পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন মোস্তাফিজুর রহমান মফিজ বক্তব্য রাখেন। সভায় পৌরসভার ১ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা  হাত তুলে  মাাজেদুল বাড়ি নয়ন কে ভোট দেওয়ার শপথ গ্রহন করেন।

জাতীয় এর আরও খবর: