দুই ভাইয়ের লাশ উদ্ধার ফেনীর পরশুরাম সীমান্তে।

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০২:২৮ অপরাহ্ন   |   জাতীয়


 সাখাওয়াত হোসেন (ফেনী)ঃ ফেনীর পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকার'র দুই ছেলে মো: করিম (২৮) ও স্বপন (২৪) নামের দুই ভাইয়ের লাশ উদ্বার করেছে স্থানীয়রা। 


জানা যায়, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রবিবার (১৮ অক্টোবর) ভোরে দুই জনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয ৮ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন। 

তিনি জানান, লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। কিভাবে মারা গেছে কোন অনুমান করা যাচ্ছেনা।


এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছেনি। পরশুরাম থানার ওসি সওকত হোসেন দুই জনের লাশ উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় এর আরও খবর: