লালপুরে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা।

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১১:৩২ অপরাহ্ন   |   জাতীয়


লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ

 আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা করেছে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন।

রোববার উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকাতার বানু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল হক মকুল,আলাউদ্দিন আলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু,উপ সহকারী প্রকৌশলী মুরসালিন ইসলাম সহ উপজেলার সকল মন্দিরের সভাপতি সম্পাদকগণ। সভা শেষে উপজেলার ৩৭ টি পূজা মন্ডপের প্রধানদের কাছে ৫০০ কেজি করে অনুদানের চাউল বিতরণ করা হয়।

জাতীয় এর আরও খবর: