শরীয়তপুরে ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশি সমাবেশ অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১১:৪৭ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ ফারুক হোসেনঃ চলমান পরিস্থিতিতে সারাদেশে ধর্ষণ, ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচি সংক্রান্ত অস্থিরতা  বিরাজের কারণে, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি'র উদ্যোগে আজ ১৭ অক্টোবর শনিবার সকাল সারাদেশে ৬৯১২টি বিট পুলিশিং কার্যালয়ে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এরমধ্যে শরীয়তপুর জেলায় ৭৯ টি বিট পুলিশিং কার্যালয়ে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের নির্দেশনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলার বিভিন্ন সমাবাশে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুল ইসলাম, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, নড়িয়া থানার অফিসার রিচার্জ মোঃ হাফিজুর রহমান,

গোসারহাট থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ডামুড‍্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, জাজিরা থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশীদুল বারী, সংশ্লিষ্ট বিট এলাকার সার্কেল এসপি, বিট অফিসার, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতাকর্মী, সকল শ্রেণী-পেশার জনসাধারণসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

জাতীয় এর আরও খবর: