শীতার্ত সংগ্রামী সদস্যের ( ভিক্ষুকদের) মাঝে গ্রামীনব্যাংকের কম্বল বিতরণ।

আলোচিত বার্তা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ
মাদারীপুর জোনের গোপালগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা ও মাদারীপুর জেলার সাতটি এরিয়ার ৬৮টি শাখাতে ৭০০টি কম্বল গ্রামীনব্যাংক এর সংগ্রামী হত দরিদ্র সদস্য ( ভিক্ষুক) দের কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার কেন্দুয়া শাখা, বদরপাশা শাখা ও খালিয়া শাখার ( ১১ জানুয়ারি বুধবার) সকাল ১০টায় মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার মো সাজেদুর রহমান (ডিজিএম), মাদারীপুর জোনের জেনাল অডিট অফিসার মো এমদাদুল হক, রাজৈরের এরিয়া ম্যানেজার মো এমদাদুল হক, গ্রামীণ ব্যাংক বদরপাশার শাখা ম্যানেজার মো জহিরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক খালিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ কবিরুল আলম, জেলা ছাত্রলীগের সদস্য সাংসদের সুজন হোসেন রিফাত, আসাফো মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো শাওন করিম ও মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলার সভাপতি এস এম ফেরদৌস হোসাইন উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করা হয়েছে।
শীতার্তরা এ কম্বল পেয়ে গ্রামীণ ব্যাংকের এর প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।