বাঘায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও গবাদি পশুর মৃত্যু।

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:০১ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



বাঘা (রাজশাহী) প্রতিনিধি (ছবি নাই)

রাজশাহীর বাঘায় দিনমজুর রবি বিশ্বাসের বাড়িতে অগ্নিকান্ডে একটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরের বাঘা পৌরসভার কলিগ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বাঘা পৌরসভার কলিগ্রামের রবি বিশ্বাসের স্ত্রী রঙ্গিলা বেগম দুপুরের খাবার রান্না করছিল। চুলায় রান্না করা অবস্থায় বাড়ির বাইরে কাজে যায়। এ সময় অগ্নিকান্ড হয়। প্রথমে গরুর ঘরে পরে শয়ন কক্ষে আগুন ধরে। এতে গোয়ালে রাখা ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু পুড়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন রবি বিশ্বাস ।

এ বিষয়ে বাড়ির মালিক রবি বিশ্বাস বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, গোয়াল ঘরে রাখা একটি গরু পুড়ে মারা গেছে।

বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বাড়ি পোড়া দেখেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।