দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৬:৩১ অপরাহ্ন   |   রাজনীতি


কাজি ওহিদুল ইসলাম,

বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী পরিতোষ সরকারের সমর্থনে নির্বাচনী সভায় নেতৃবৃন্দ

আসন্ন ৫নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে  বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বাবু পরিতোষ সরকারের সমর্থনে বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ২রা নভেম্বর বিকাল ৪ টায় বলনারায়ন বাজার মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার। বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আবুল বাশার শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম,এম মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী,সাংগঠনিক সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাব্বির খান,উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হুজ্জাত হোসেন লিটু, বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম মোল্যা,

হাফিজুর রহমান লেবু, কাজী মোঃ ওহিদুল ইসলাম

,ফরহাদ হোসেন, কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান। বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মুসা,নুর আলম সরদার,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুকদেব রায়,ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি আল মামুন কাচ্চু শেখ,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান মোল্যা, 

কাজী আবু জাফর হিমু, মোরশেদ মিয়া,রবিউল ইসলাম রবি,রেজাউল আলম লেলিন প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন,দলীয় পদে থেকে যদি কেউ দলীয় মনোনিত প্রার্থীর বিপক্ষে কাজ করে তাহলে সভায় ঘোষনা দেয় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাকে দল থেকে বহিস্কার করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষনা দেন।বাংলাদেশ আওয়ামীলীগের এবং জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীর প্রতি আহবান করেন।

রাজনীতি এর আরও খবর: