বেনাপোলে নৌকার দুই সমর্থককে কুপিয়ে জখম

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ০৬:১৭ অপরাহ্ন   |   রাজনীতি


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে নির্বাচনী সহিংসতায় দুইজন আহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) পুটখালী ইউনিয়নের খলসী বাজারে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- নৌকার প্রার্থীর সমর্থক হযরত আলী (২৯) ও মাহবুব হোসেন (৩০)। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফফার সরদার বলেন, নির্বাচনী প্রচারণার সময় আমার সমর্থক হযরত আলী ও মাহবুব হোসেনকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক টুটুল হোসেন, শাওন ও নজিবুল্লাহ কুপিয়ে আহত করেন।


অন্যদিকে আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী নাসির উদ্দিন জানান, নৌকার প্রার্থী আব্দুল গফফার তার সমর্থকদের দিয়ে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার নেতাকর্মীদের নির্বাচনী প্রচার-প্রচারণা করতে দিচ্ছেন না। আমি একটি নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।


এ বিষয়ে পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন আশা করছি প্রশাসন সে ব্যবস্থা নিবেন।


বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল হোসেন বলেন, সহিংসতা এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুটখালীর বারপোতা, খলসী ও বালুন্ডা এলাকায় টহল বাড়ানো হয়েছে।

রাজনীতি এর আরও খবর: