গোপালগঞ্জ মুকসুদপুর ইউ পি নির্বাচনে বিজয়ী হলেন যারা (১৩ নৌকা) (৩ স্বতন্ত্র)

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৬:১১ অপরাহ্ন   |   রাজনীতি


কাজী ওহিদ, গোপালগঞ্জ,

সারাদেশের ন্যায় ২৮নভেম্বর রবিবার তৃতীয় ধাপে মুকসুপুরে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনে ভোট গ্রহন সম্পূন্ন।১৩টি ইউ,পিতে নৌকা এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের ১৩জন চেয়ারম্যান এবং স্বতন্ত্র ৩জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নৌকা প্রতিকের নির্বাচিত চেয়ারম্যান হলেন (১) পশারগাতী ইউনিয়নে রহমান মীর (নৌকা) ৪৩৭৭ ভোট নিকটআম প্রতিদ্বন্দি সোয়েবুর রহমান শালমিন (আনারস) ৩৩৪০ ভোট,(২) গোবিন্দপুর ইউনিয়নে মোঃ ওবাইদুল ইসলাম (নৌকা) ৮০৬০ ভোট নিকটতম প্রতিদ্বন্দি এনামুল হক মোল্যা ( আনারস) ৬২৫৭ ভোট, (৩) খান্দার পাড়া ইউনিয়নে মুহাম্মদ সাব্বির খান (নৌকা) ৫১৩৭ ভোট নিকটতম প্রতিদ্বন্দি মোঃ সাহিদুল ইসলাম মুন্সী (মোটর সাইকেল) ২২৫৫ ভোট, (৪) বহুগ্রাম ইউনিয়নে পরিতোষ সরকার (নৌকা) ৩৭০০ ভোট নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মোঃ মামুন শেখ (আনারস) ৩৪৭৭ ভোট।(৫) বাশবাড়িয়া ইউনিয়নে মোঃ মনিরুজ্জামান মোল্যা (নৌকা) ৩৩৭২ ভোট নিকটতম প্রতিদ্বন্দি বদরুজ্জামান এজাজ (মোটর সাইকেল)২১৪৪ ভোট, (৬) ভাবড়াসুর ইউনিয়নে এস,এম রিফাতুল আলম মুছা (নৌকা) ৫৯১৫ ভোট নিকটতম প্রতিদ্বন্দি মোঃ তবিউর রহমান ফাকের (আনারস) ২৭৪৬ ভোট, (৭) বাটিকামারী ইউনিয়নে শাহ আকরাম হোসেন জাফর (নৌকা) ৫৭৫৮ ভোট নিকটতম প্রতিদ্বন্দি এবাদত মাতুব্বর বাদত (ঘোড়া) ৫৫৭৯ ভোট, (৮)দিগনগর ইউনিয়নে মোহাম্মদ আলী (নৌকা) ৫৯৪৬ ভোট নিকটতম প্রতিদ্বন্দ সফিকুল ইসলাম মোল্যা সাগর (মোটর সাইকেল) ৫২৫১ভোট, (৯) রাঘদি ইউনিয়নে সাহিদুল ইসলাম টুটুল (নৌকা) ৮৭৪২ ভোট নিকটতম প্রতিদ্বন্দি জিন্দার আলী সাইফুর (চশমা) ২৫৪৩ ভোট, (১০) গোহালা ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম মাতুব্বর (নৌকা) ৪৯৯৩ ভোট নিকটতম প্রতিদ্বন্দি আবুল কালাম আজাদ (চশমা) ৪৬৩৮ ভোট, (১১) ননিক্ষীর ইউনিয়নে শেখ রনি আহম্মেদ (নৌকা) ৫২১৬ ভোট নিকটতম প্রতিদ্বন্দি মজিবুর রহমান শেখ (মোটর সাইকেল)২৪১৯ ভোট, (১২) কাশালিয়া ইউনিয়নে মোঃ সিরাজুল ইসলাম (নৌকা) ৩৪৩২ ভোট নিকটতম প্রতিদ্বন্দি অশোক মৃধা (আনারস) ৩২৪০ ভোট,(১৩) উজানী ইউনিয়নে শ্যামল কান্তি বোস (নৌকা) ৪৩০৯ ভোট নিকটতম প্রতিদ্বন্দি দীনেশ চন্দ্র মন্ডল (আনারস) ৩৯১৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (১৪) মহারাজপুর ইউনিয়নে সালাউদ্দীন মিয়া (ঘোড়া) ৮৩৯২ ভোট নিকটতম প্রতিদ্বন্দি আশরাফ আলী আশু (নৌকা)২৪০০ ভোট, (১৫) মোচনা ইউনিয়নে এমমাদুল হক (আনারস) ৪৫১৩ ভোট নিকটতম প্রতিদ্বন্দি শওকত সিকদার (চশমা) ৩৬৩১ ভোট এবং মোঃ দেলোয়ার হোসেন মোল্যা (নৌকা) ১৬৬১ ভোট এবং (১৬) জলিরপাড় ইউনিয়নে মিহির কুমার রায় (আনারস) ৬৪৫৩ ভোট নিকটতম প্রতিদ্বন্দি বিভা মন্ডল (নৌকা) ৫২১৬ ভোট। মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে ৮জন রিটানিং অফিসার,১৪৪জন প্রিজাইডিং অফিসার,৬৫৯জন সহকারী রিটানিং অফিসার এবং ১৩১৮জন পোলিং এজেন্ট নির্বাচনে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হওয়াতে নিজ নিজ ভোট দিতে পারাতে জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

রাজনীতি এর আরও খবর: