আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনয়ন পেলেন এ্যাডঃ এম এ কাদের।

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন   |   রাজনীতি



মোঃ ইমরান হোসাইন 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।



আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন পেলেন এ্যাডভোকেট এম এ কাদের মিয়া। 


বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আমতলী উপ নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমতলীর প্রবীণ এ রাজনীতিবিদ।


উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ঋণখেলাপির তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান। পরে, ঋণখেলাপির দায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে উপজেলা চেয়ারম্যান ঘোষণার জন্য ওই বছরের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন ছজু। 


মামলায় নিম্ম আদালত থেকে উচ্চ আদালত আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এর প্রার্থীতা অবৈধ ঘোষণা করে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর পদ শুন্য ঘোষণা করেন উচ্চ আদালত। 

পরবর্তীতে নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন।


আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মোট আটজন মনোনয়ন ফরম ক্রয় করলেও দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার শেষে গত কাল(১৫ ফেব্রুয়ারি) আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এ্যাডঃ এম এ কাদের মিয়ার নাম ঘোষণা করেন।


আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান বলেন, সৎ, সাহসী, যোগ্য, ন্যায়পরায়ন, বীর মুক্তিযোদ্ধা, এ্যাডঃ কাদের মিয়াকে মনোনীত করায় জনমনে স্বস্থি ফিরে এসেছে।


 আমরা সকলে চেয়েছি একজন সৎ নীতিবাদী মানুষ যেন নৌকার মাঝি হয়। আমতলী উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে। 


আমতলী পৌরসভার মেয়র মো.মতিয়ার রহমান বলেন, দূর্দিনের পরীক্ষিত সৈনিক, ত্যাগী নেতাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেছেন। আমতলী উপজেলাবাসী আনন্দিত। 

আমতলী উপজেলা বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

রাজনীতি এর আরও খবর: