যশোর বেনাপোল পৌরসভা স্বতন্ত্র মেয়র প্রার্থী সজনের প্রচারে বাধার অভিযোগ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন   |   রাজনীতি



মনা,যশোর প্রতিনিধিঃ

বেনাপোল পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে মফিজুর রহমান সজনের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


এ সময় মফিজুর রহমান সজন অভিযোগ করে বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে এ পর্যন্ত আমার প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়েছে, আমার প্রচার মাইক ভাংচুর করে তাদেরকে মারধর করা হয়েছে। নির্বাচন থেকে আমাকে সরে দাঁড়ানোর জন্য নানান রকম হয়রানি করা হচ্ছে। তবে আমি বিশ্বাস করি, বেনাপোলবাসীর জন্য আমার যে অবদান রয়েছে তা তারা কখনো ভুলবে না। 


নির্বাচনী ইশতেহারে তিনি জয়ী হলে পৌরসেবক হিসেবে সকলকে তার প্রাপ্য সেবা নিশ্চিত করণ এবং পৌরসভাকে একটি শতভাগ দূর্ণীতি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অঙ্গীকার করেন।

রাজনীতি এর আরও খবর: