সলঙ্গায় প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস পালিত।

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন   |   রাজনীতি


সলঙ্গায় প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস পালিত


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

বঙ্গবন্ধু কন্যা,আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস সলঙ্গায় পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সলঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে থানা যুবলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা যুবলীগের যুগ্মআহবায়ক মাহমুদুল হাসান, রিয়াদুল ইসলাম ফরিদ,থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম, আইউব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট,হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল।

ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবীর প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। বঙ্গবন্ধু কন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবীর প্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

রাজনীতি এর আরও খবর: