রায়গঞ্জে ফারমার্স সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন   |   রাজনীতি



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস ফারমারস সমবায় সমিতির ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (১৩ নভেম্বর)  সকালে সিরাজগঞ্জ সিডিপির ঘুড়কা প্রজেক্ট অফিসে সমবায় সমিতির সভাপতির সভাপতি মঞ্জুয়ারা পারভীনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মি: জনি বৈরাগী।


কো-অপারেটিভ অফিসার শাহ-আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির সহকারী ম্যানেজার শান্ত চিরান, ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা, ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ আরো অনেক।


আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ে সমিতির উন্নয়নে অবদান রাখায় সদস্যদের পুরস্কৃত করা হয়। সেই সাথে বার্ষিক সাধারণ সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের আয়-ব্যয় হিসাব তুলে ধরা হয়।

রাজনীতি এর আরও খবর: