কালকিনিতে বিএনপি ও অঙ্গসংগঠের অবস্থান কর্মসূচী পালন

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন   |   রাজনীতি


কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের  বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। 

বুধবার (১৪ আগষ্ট) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর  অংশ হিসাবে কেন্দ্রীয় বিএনপির নেতা আনিসুর রহমান তালুকদার খোকনের নির্দেশনায় উপজেলা বিএনপির আয়োজনে  এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়। 

এদিন সকাল থেকেই উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল সেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ সকল অঙ্গসংগঠনের ছোট ছোট মিছিল নিয়ে উপজেলায় আসতে শুরু করে দলীয় নেতাকর্মিরা । পরে সকাল ১১ টায় কালকিনি প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সির নেতৃত্বে মিছিলটি ভূরঘাটা- কালকিনি সড়ক দিয়ে  কালকিনি মাছ বাজার গিয়ে শেষ করে। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিজান বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, নাসিরউদ্দীন ফকির লিটন, শিরু বেপারী, সাবেক ছাত্রদলের সভাপতি জসিমউদ্দিন, পৌরসভা বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল আজিজ বেপারী, ৭নং সভাপতি লতিফ বেপারি, কালকিনি উপজেলা যুবদল নেতা মামুন শিকদার,কাজি সুমন,পৌরসভা যুবদল নেতা নান্না শিকদার, এইচ এম তুহিন হাওলাদার,কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল বেপারি, সদস্য সচিব নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওসমান তালুকদার, পৌরসভা আহ্বায়ক আল আমিন মুন্সি, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃসাইফুল ইসলাম, সিঃআহ্ব্য়াক আতিকুল রহমান সজল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদা,সদস্য সচিব আমিনুল, কালকিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার, সদস্য সচিব শাহিন।

রাজনীতি এর আরও খবর: