রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন   |   রাজশাহী





লিয়াকত হোসেন রাজশাহীঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন চলমান রয়েছে। 



এরই ধারাবাহিকতায়, রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ছোটবনগ্রাম উত্তর পাড়া চার তলা মসজিদ হতে মামুন হাজীর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে।



গতকাল (১৩ জানুয়ারী) বৃহস্পতিবার বেলা সারে ১০ টার সময় ছোটবনগ্রাম উত্তর পাড়া চার তলা মসজিদ হতে মামুন হাজীর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন। কার্পেটিং কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।


এসময় কাউন্সিলর সুমন বলেন, রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় ১৯ নং ওয়ার্ডের সকল এলাকায় উন্নয়ন কাজ চলমান আছে যা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। যা এলাকার বাসিন্দাদের জন্য সুফলময়। যা ভবিষ্যতে এই কাজ চলমান থাকবে বলে জানান এই কাউন্সিলর। 



এসময় উপস্থিত ছিলেন, রাসিকের সহকারী প্রকৌশলী মোঃ নিবির আহমেদ, উপ সহকারী প্রকৌশলী শরফুদ্দিন আল মতি, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামীলীগ সভাপতি মো হাসেন মন্ডল, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুন অর রশিদ, ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল, মোঃ হেকমত আলী, মোঃ জামরুল ইসলাম, সাংবাদিক ইতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।