অবহেলিত সালমান শেখ এখন ভাইরাল সালমান।

নিজস্ব প্রতিবেদন আউয়াল ফকির
ময়মনসিংহের ছেলে সালমান শেখ, তার স্বপ্ন ছিল তার একটি গান যেন এক সময় ভাইরাল হয়।
ঘুরেছে মানুষের দ্বারে দ্বারে খুঁজেছে ভালো ভালো ইউটিউবার,
করেছে অনেক আকুতি, অনুরোধ, বিনতি তাও কারো কাছ থেকে কোন সহযোগিতা তো দূরের কথা, কারো কাছ থেকে মেলেনী শান্তনা।
সেই সালমান শেখ ই এখন যুবকদের অনুপ্রেরণা ভাইরাল সালমান শেখ।
কিছুদিন আগে তার একটি গান ভাইরাল হয়, চলুন জেনে আসি সালমান শেখের জীবনী,
নাম: সালমান শেখ
জেলা : ময়মনসিংহ
থানা : ভালুকা
গ্রাম : বনগাও
পেশা : ছাত্র আই এ সেকেন্ড ইয়ার।
মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা সালমান শেখ, জীবনে ঘুরেছে অনেকের দ্বারে দ্বারে তার একটি গান যেন তাদের ইউটিউব চ্যানেলে দেয়, কিন্তু তারা তাকে অবহেলায় দূরে ঠেলে দিয়েছে সেই রাগে খোপে সালমান শেখ নিজেই খুলে ফেলে একটা ইউটিউব চ্যানেল যার নাম ও দেয় তার নামে (সালমান শেখ) আর এখন তার ইউটিউব চ্যানেলে তার নিজেরই লেখা ও গাওয়া গান ভাইরাল।
ঘুরে আসতে পারেন তার ইউটিউব চ্যানেল থেকে মনটা ভালো হয়ে যাবে তার গান শুনে।