কালকিনিতে দৈনিক যায়যায়দিনের ১৯তম জন্মদিন পালন

 প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন   |   সোস্যাল মিডিয়া


সাহাদাত ওয়াশিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম জন্মদিন উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টায় উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে একটি র‌্যালী কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা  হয়। শুরুতেই র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ করে। পরে প্রেসক্লাবের হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা  মোঃ আশরাফুর রহমান হাকিমের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার কালকিনি প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক উপসহকারী প্রকৌশলী  মোঃ লিমন হোসেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, ইত্তেফাক পত্রিকার উপজেলা  প্রতিনিধি আসাদুজ্জামান দুলাল, মাই টিভির উপজেলা  কালকিনি উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত, একুশে টিভি উপজেলা  প্রতিনিধি রকিবুজ্জামান, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, স্বদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাহাদাত ওয়াশিম, আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ, বাংলার দূত প্রতিকার রিপোর্টার আজাহার, মাদারীপুর সংবাদ পত্রিকার উপজেলা  প্রতিনিধি আব্দুস সালাম, চায়না খানম, ডলি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়া এর আরও খবর: