(আমাদের বাঘা) ফেসবুক গ্রুপের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন   |   সোস্যাল মিডিয়া



মোস্তাফিজুর রহমান, রাজশাহী প্রতিনিধি 


"উৎসবে-দূর্যোগে, নিঃশ্বাসে- বিশ্বাসে

'আমাদের বাঘা' আপনার পাশে"


আমাদের বাঘা (AMADER BAGHA) ফেসবুক কমিউনিটির আয়োজনে এবং মুঞ্জু হাসপাতালের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো বুধবার (২৬ ফেব্রুয়ারী) কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।


প্রায় ৪'শ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় এবং ১'শ মানুষের স্বাস্থ্য সেবা ফ্রি তে প্রদান করা হয়।

এসময় পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষের উপস্থিতি দেখা যায়। সাধারণ মানুষ এমন উদ্যোগে খুব‌ই আনন্দ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।


উক্ত মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আমাদের বাঘা ফেসবুক কমিউনিটি যার সার্বিক সহযোগিতায় ছিল মুন্জ্ঞু হাসপাতাল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল আমাদের বাঘা ফেসবুক কমিউনিটির সিনিয়র এডমিন এস আর সাকিব রহমান।


এস আর সাকিব বলেন, পাকুড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষদের এমন আগ্রহ ও উপস্থিত আমাদের কাজে আরো উদ্বুদ্ধ করেছে।


তিনি আরো জানান, আমাদের পরবর্তী পরিকল্পনা অনুযায়ী বাঘা উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় আমরা এই আয়োজন করবো।

সোস্যাল মিডিয়া এর আরও খবর: