লালপুরে স্কুল মাঠ থেকে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য আটক

 প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন   |   সোস্যাল মিডিয়া



লালপুর (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ইমো হ্যাকিং করে অর্থ হাতিয়ে নেয়া হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। 
র‌্যাব বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংএ জানায়, সু নিদ্রিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার রাতে উপজেলার উক্ত স্থানে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটককরা হয়। আটককৃতরা হলো উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে রিদুয়ান আহম্মেদ পূর্ন (২৩), মোমিনপুর গ্রামের মিল্টন আলীর ছেলে হাসিবুল হাসান শান্ত (২৪), মহরকয়া গ্রামের মৃত আব্দুল খালেক বুধুর ছেলে শামীম হোসেন (২২), মনিরুল ইসলামের ছেলে শুভ আলী (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী (২১)। এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ৭ টি মোবাইল সেট, ৯ টি সিমকার্ড ও নগদ ৯ হাজার ৬ শত ৬০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি সৌদী প্রবাসির কাছ থেকে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে ৫৫হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে সাপেক্ষে তাদের আটক করে র‌্যাব বলে প্রেস ব্রিফিংএ জানায় র‌্যাব।

সোস্যাল মিডিয়া এর আরও খবর: