উৎস স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২২

 প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৯:২২ অপরাহ্ন   |   সফলতার গল্প



প্রতিবেদকঃ টিপু সুলতান 


ফরিদপুরের মধ্য অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন উৎস। তারা প্রতিনিয়ত মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গদাধর ডাঙ্গী (গুচ্ছ গ্রাম) আলিয়াবাদ ইউনিয়নের দূর্গম চর অঞ্চলে ৭৩ টি পরিবারের মাঝে গাছ বিতরণ করে।


বৃক্ষ শুধুমাত্র পরিবেশের বন্ধু নয়, পরিবেশের প্রাণও। পরিবেশ-প্রকৃতিকে সুন্দর করে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের অবদানকে অস্বীকার করার উপায় নেই। সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সব থেকে বড় সাহায্যকারী। বৃক্ষ না থাকলে পৃথিবীর মানব জাতির অস্তিত্ত্বই বিলীন হয়ে পড়ত। মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভশীল।


বৃক্ষের প্রয়োজনীতা জন্যই উৎস স্বেচ্ছাসেবী সংগঠন এই মহান উদ্যোগ হাতে নিয়েছে। তারা প্রতি বছর এই মৌসুমে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করে।