টুঙ্গিপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার।

 প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৭:৪৪ অপরাহ্ন   |   টুঙ্গিপাড়া


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


 উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এ.এফ.এম. নাসিম, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা ‌ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি সহ টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া এর আরও খবর: