বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির জরুরী কর্মী সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ



মনা যশোর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জরুরি কর্মী সমাবেশ ২০২৫

স্থান:  কায়বা কলেজ মাঠ প্রাঙ্গণ


 তারিখ: ৫ জুলাই  ২০২৫,  শনিবার 


সভাপতিত্বে: আলহাজ্ব মোহাম্মদ রবিউল হোসেন     সভাপতি, কায়বা  ইউনিয়ন বিএনপি

সঞ্চালনায়: শহিদুল ইসলাম  — সাধারণ সম্পাদক,কায়বা ইউনিয়ন বিএনপি


এই গুরুত্বপূর্ণ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন: 


আবুল হাসান জহির — সভাপতি, শার্শা উপজেলা বিএনপি

আলহাজ্ব নুরুজ্জামান লিটন — সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি

মফিকুল হাসান তৃপ্তি — সাবেক সংসদ সদস্য

খায়রুজ্জামান মধু — প্রধান উপদেষ্টা

মোস্তফা কামাল মিন্টু — যুগ্ম সাধারণ সম্পাদক

আশরাফুল আলম বাবু — সাংগঠনিক সম্পাদক–১

সালাউদ্দিন — সাংগঠনিক সম্পাদক–২

তাজউদ্দীন — যুগ্ম সম্পাদক

মোহাম্মদ আলী  — সহ-সভাপতি

আব্দুল মজিদ — সহ-সভাপতি


শার্শা উপজেলা যুবদল:

মোস্তাফিজ জোহা সেলিম (আহ্বায়ক)

ইমদাদুল হক ইমদাদ (সদস্য সচিব)


শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দল:

রাকিবুল ইসলাম রিপন (আহ্বায়ক)

সেলিম হোসেন আশা (সদস্য সচিব)


শার্শা উপজেলা ছাত্রদল:

শরিফুল ইসলাম চয়ন (আহ্বায়ক)

সবুজ হোসেন খান (সদস্য সচিব)

মোহাইমিনুল সাগর (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)


এই কর্মী সমাবেশে কায়বা ও আশপাশের ওয়ার্ডগুলোর নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা শার্শা উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তিকে আরওও সুসংহত করেছে।


গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।

সারাদেশ এর আরও খবর: