বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১২ জুলাই ২০২৫ (শনিবার): আজ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার 'টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রাঙ্গণে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা বিতরণ ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মেডিসিন, সার্জিক্যাল, শিশু, চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক ১৪৬৩ জন রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি ৯৮ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।
আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী কর্তৃক অব্যাহত থাকবে।
#বাংলাদেশসেনাবাহিনী #চিকিৎসাসেবা #মানবিকসহায়তা #কালিহাতী #টাংগাইল #ArmyForPeople #MedicalCamp2025