নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু ইউসুফ টিপুর ছোট ভাইয়ের সন্ত্রাসী বাহিনী কর্তৃক হকার্স ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে যানা যায়।

হকার্স ব্যবসায়ী সাইফুল জানান, বৃহস্পতিবার বিকালে হকার্স ব্যবসায়ী আবু ইউসুফের ছোট ভাই বিল্লাল হকার্স ব্যবসায়ী শাহিনকে মারধর করে রক্তাক্ত জখম করে এবং নিজেকে ভুয়া হকার্স কমিটির সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেয়।
শুক্রবার সন্ধ্যায় ১৫-২০ বছর যাবত ব্যবসা করা ব্যবসায়ীদের তুলে দিয়ে টাকার বিনিময়ে নতুন হকার বসানোর ক্ষমতা দেখাতে চায় ভুয়া হকার্স সমিটির সভাপতি ও বিএনপি নেতা টিপুর ছোট ভাই বিল্লাল। এসময় পুরাতন হকার্স ব্যবসায়ী সাইফুল বাধা দিলে তাকে মারধর করে সন্ত্রাসীরা।
বিল্লাল। এসময় পুরাতন হকার্স ব্যবসায়ী সাইফুল বাধা দিলে তাকে মারধর করে সন্ত্রাসী বিল্লালের নিজস্ব তৈরি চাষাড়া রেললাইনের পাশে হকার্স ক্লাবে নিয়ে যায়। সেখানে দেশী অস্ত্র দিয়ে সাইফুলের উপর হামলা চালায় বলে জানা যায়।
সেখানে বিএনপি নেতা টিপু উপস্থিত ছিলো বলে জানান হকার্স ব্যবসায়ীরা।
দুই পক্ষকে মিলিয়ে দেয়ার চেষ্টা করে এডভোকেট টিপু। সেখানেও বিল্লাল উত্তেজিত হয়ে আরেক সাইফুল নামের ব্যবসায়ীকে মারধর করে।
রাত সাড়ে ১০ টার দিকে হকার্স ব্যবসায়ীরা পুরো শহর মিছিল করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে প্রতিবাদ সভা করে।
এসময় বক্তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারী মহসিন, আরিফ, অনিক, রানা সাধারণ হকার্স ব্যবসায়ীদের উপর হামলা করে।
বিএনপি নেতা টিপুর ভাই বিল্লাল ভুয়া হকার্স দলের নিজেকে সভাপতি পরিচয় দিয়ে বেশ কিছুদিন ধরেই নিয়মিত চাঁদা আদায় করছে। তার সঙ্গে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতিত সরকারের পক্ষে ছাত্র জনতার উপর হামলাকারী মহিসন। রেল ওয়ের জায়গায় অবৈধভাবে ঘর তুলে একটি টর্চারসেল তৈরী করা হয়েছে। প্রায়শই এখানে বিভিন্ন লোকদের এনে মারধরের ঘটনা ঘটছে বলে বিবি রোডের হকাররা অভিযোগ করেছেন।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার হকার্স ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান।
এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামীলীগের হকার্স নেতা আসাদ নেপথ্যে থেকে পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। এখানে চাঁদাবাজির কোন ঘটনা নেই।
ট্যাগ : হকার্সদের উপর বিএনপি নেতা টিপুর ভাই বিল্লাল বাহিনীর সশস্ত্র হামলা
সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন