সাতক্ষিরা কলারোয়া থানাধীন কাদপুর গ্রামস্থ ধৃত আসামীর বসত ঘরের সামনে থেকে ১৫ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ

মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, জনাব শেখ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ১৭/১০/২০২৫ খ্রিঃ তারিখে এসআই (নিঃ)/ নীতিশ বিশ্বাস, এএসআই(নিঃ)/ রকিবুল হাসান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কলারোয়া থানাধীন কাদপুর গ্রামস্থ ধৃত আসামীর বসত ঘরের সামনে উঠানের উপর থেকে ১৫ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোঃ আমির হোসেন ভেলু (৪৫), পিতা : মৃত নুর খাঁ, গ্রাম-কাঁদপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উক্ত আসামীকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।