চট্টগ্রাম জেলা প্রবাসী বাঁশখালী উপজেলার আয়োজনে রিয়াদে মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত ;সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রবাসী বাঁশখালীয়ানদের মিলনমেলা ও বনভোজন।

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ০৬:২২ অপরাহ্ন   |   সারাদেশ




গ্রামবাংলার সুর ও হৃদয়ের টান কে ধারন করে প্রবাসে মাটিতে ছড়িয়ে দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাশঁখালী উপজেলার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত হলো এক মনোমুগ্ধকর বনভোজন সাংস্কৃতিক আয়োজন ও আঞ্চলিক ভিত্তিক গানের আড্ডা।


রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলার কৃতি সন্তান রিয়াদের ব্যবসায়ী মোঃ কবির শিকদার এর সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা বাঁশখালী উপজেলার কৃতি সন্তান  এম আতিকু রহমানের  মনোমুগ্ধকর উপস্থাপনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের  সভাপতি ওএনটিভির সৌদি আরব প্রতিনিধি (প্রধান) সাংবাদিক  ফারুক আহমেদ চাঁন। অনুষ্ঠান  আয়োজক ও আহবায়ক নজরুল ইসলাম  শুবেচছা বক্তব্য  রাকেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...সাংবাদিক ফোরাম  নেতা মো:জাহাঙ্গীর  আলম,ব্যবসায়ী তালুকদার হারুনুর রশীদ, হাসান চৌধুরী, ফয়সাল প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততা ও ক্লান্তির মাঝেও এ ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন প্রবাসীদের হৃদয়ে আনন্দ ও উচ্ছ্বাস ফিরিয়ে আনে। একই সঙ্গে এটি ঐতিহ্যবাহী গ্রামীণ আড্ডা প্রবাস প্রজন্মের কাছে পৌঁছে দেয় এবং সংস্কৃতিকে জীবন্ত রাখে।


এসময় একের পর এক চট্টগ্রামের জনপ্রিয়ঐতিহ্যবাহী গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী হারুন,ঈমন বাউল,জাহাঙ্গীর । হাসি, গান, করতালি আর স্মৃতিময় আড্ডায় পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় বাঁশখালী প্রবাসীদের এক মিলনমেলা ও বনভোজন উষ্ণ সাংস্কৃতিক আবহ প্রকাশ।

সারাদেশ এর আরও খবর: