মা ভালবাসি।

-----------//রওশন আরা আঁখি
মা ভালবাসি প্রতিক্ষণে,
তোমার চাইতে বেশি ভালবাসিনি কাউকে
এ জীবনে।
বয়স যত বাড়ছে,
তোমার ছায়া যেন আমাকেই ভর করছে।
আমার মন মননের মাঝে,
সদা বিরাজমান আছো তুমি যে।
সকল কাজেই স্মরি তোমাকে ই,
তোমার ধী শক্তি আমি পেতে চাইই।
কোনও কথা বলতে গেলে ও আসে স্মরণে,
এ কথাটা কি বলেছিল আমার মা কোনো ক্ষণে।
সন্তানদের ও দিতে গেলে কোনো উপদেশ, বানী,
অমনি স্মরণে চলে আসো তুমি।
আমার জীবনের চালিকাশক্তি শক্তি হয়ে আছো
তুমি" মা"।
এ ভালো বাসার জায়গা কেউ কখনো পাবে না।
সকল কাজের প্রেরণার উৎস তুমি
এমন ভালো মা পেয়ে ধন্য আমি।
তোমাকে হারানোর বেদনা,
বুকের মাঝে তাজা ক্ষত হয়ে আছে,
প্রতি রাতে ই চোখের জল গড়িয়ে অনায়াসে
চলে আসে।
ঘুম হয়নি কত রাত হিসেব নেই,
নির্ঘুম রাতে তোমাকে নিয়ে কল্পনার বাসা বুনি।
কল্পনায় তোমার সাথে জমিয়ে তুলি
আমার সুখ দুখের কথা মালা,
তোমার হাতের কোমল পরশ অনুভব করি
জড়িয়ে ধরি তোমার গলা।
হঠাৎ যখন হুশ ফিরে,
তোমার শেষ মুহূর্তের স্বেতশুভ্র কাপড়ে জড়ানো
পবিত্র মুখখানি দেখতে পাই।
আহ মা!তুমি কেন চলে গেলে,
তোমাকে ছাড়া তোমার সোনামেয়েটার
বড় কষ্ট হয়,সে কথা ভুলে গেলে!!
আবারও চোখের জলে ভিজে গেল,
মায়ের অভাব পূরন করা যায় না কোনো কাল ও।
ভালবাসি মা অনেক ভালবাসি,
যতটা প্রকাশ আমার তার চেয়েও
অ----নেক বেশী।
অ----------------নেক বেশী।
ভাল থেকো মা তুমি কবরে,
বিধাতা তোমাকে রাখেন যেন জান্নাতের উচ্চ মাকামে,
বিধাতা নিশ্চয়ই তোমার সাথে দেখা করাবেন ওপারে।