"বিষাদময় সন্ধ্যা"

কবি-রফিকুল ইসলাম
বৃষ্টি পড়ে কান্না ঝরে
ধরনীর-ই পরে,
কোন কারনে কার বারনে
অঝোর ধারায় ঝরে !
গোঁধূলী পেরিয়ে সন্ধ্যা এলো
রাখাল বালক ঘরে,
ক্লান্ত পথিক ঠিকানা পেল
মনের মতো করে !
শ্রান্ত পাখি নীড়ে ফিরে
একটু সুখের খোঁজে,
সাথী তার নেইকো সাথে
কি ব্যথা সেই বুঝে !
বরষার ছোঁয়াতে কদম ফুটেছে
ফুটেছে পদ্ম,কলমী,শাপলা,
কবির মনে রং লাগেনি
মনে আছে ঘাপলা !
মনে আজ নেই কবিতা
নেইতো কোন আনন্দ,
সন্ধ্যার আঁধারে ছুঁয়েছে মন
সব হয়েছে নিরানন্দ !!!