"ক্ষমা করে দিও"

কবি-রফিকুল ইসলাম
হয়তো অনেক বেশি ব্যথা
দিয়েছি তোমায়,
নিজের অজান্তে, নয়তো ভুলে..
ভালোবাসি তোমায়,
হৃদয় দূয়ার খুলে,
বিশ্বাস করো বউ পাখি,
দিবো না কখনো ফাঁকি !
পাশে আছি, পাবে চিরদিন,
আর ভুল হবে না কোনদিন ।
ক্ষমা করে দিও ওগো ভালোবেসে,
আপণ করে নিও ওগো কাছে এসে..!